অসমে সিপাঝারে উত্তেজনা বিরাজ করছে
নয়া ঠাহর, গুহাহাটি অসমে গতকাল সিপাঝরে গুলি চালানোর ঘটনা নিয়ে আজও উত্তেজনা বিরাজ করছে। এ আই ডি ইউ এফ বিধায়ক আমিনুল ইসলাম অভিযোগ করেছেন অসমে মুসলিম জনগোষ্ঠীকে বিজেপি সরকার টার্গেট করেছে। বিবি সি র এক খবরে বলা হচ্ছে শিপাঝরে এক বিশাল মন্দির নির্মাণের জন্যে মুসলিমদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। সরকার বলছে প্রায় হাজার বিঘা জমি বেদখল ছিল ত সরকার ত মুক্ত করেছে। এই জমিতে চাষ করা হবে।কোনো মন্দির নির্মাণের অভিযোগ অসত্য।
কোন মন্তব্য নেই