সর্বানন্দ সনোয়াল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাবেন
নয়া ঠাহর, গুয়াহাটি অসমের প্রাক্তন মুখ্মন্ত্রী সর্বানন্দ সনওয়াল কেন্দ্রের মন্ত্রী,হয়েছেন। তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সাংসদ হতে হবে।তাই তিনি রাজ্যসভার শূন্য আসনে লড়বেন।।তিনি মন নয়ন পত্র পেশ করেছেন ।তার সঙ্গে আর কেউ লড়ছেন না।27 সেপ্টেম্বর চূড়ান্ত ঘোষণা।
কোন মন্তব্য নেই