Header Ads

বিশ্বের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা গুগল ভারতে কর্মী নিয়োগ করবে

নয়া ঠাহর ,ওয়েভ ডেস্ক:বিশ্বের বৃহত্তম তথ্য প্রযুক্তি সন্থা গুগল , ভারতে কর্মী নিয়োগ করবে। তথ্য   প্রযুক্তির ক্ষেত্রে ভাল জ্ঞান থাকা,  ভাল ইংরেজি ,হিন্দি জানা স্নাতকোত্তর  ডিগ্রি ধারী প্রাথীদের অগ্রাধিধার দেওয়ার কথা গুগল জানিয়েছে। গুগল ওয়েভ সাইট থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.