অসমে 26 জন মায়ানমারের নাগরিক গ্রেফতার
নয়া ঠাহর,গুয়াহাটি অসমে মায়ানমারের নাগরিক রোহিঙ্গিয়া রা ঘাঁটি গড়ছে বাংলাদেশী মুসলিমরা তাদের সাহার্য্য করছে। বরাক উপত্যকার পর গুয়াহাটি মহানগরে 26 জন রোহিঙ্গিয়া কে গ্রেফতার করা হয়। তাদের কাছে মিজোরাম থেকে সংগ্রহ করা জাল আধার কার্ড সহ অন্যান্য নথি উদ্ধার করা হয় বলে জানা গেছে। এর মধ্যে 10 জন মহিলা। পশ্চিমবঙ্গে রোহিঙ্গিয়া দের বিতারণের পরিবর্তে আদর করে বসতে দেওয়া হয় বলে বিজেপি অভিযোগ করেছে।
কোন মন্তব্য নেই