Header Ads

ভবানীপুরে মাত্র 53শতাংশ ভোট পড়েছে ,বাকি দুটোতে 70শতাংশ ছাড়িয়ে গেছে





নয়া ঠাহর,কলকাতা  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  যেখানে প্রতিদ্বন্দ্বীতা করছেন সেই কলকাতার ভবানীপুরে মাত্র 53,32শতাংশ  ভোট পড়েছে।প্রমাণ হচ্ছে   কলকাতার মানুষ ভোটের প্রতি  আগ্রহ কমছে , না ঝুঁকি নিতে চাইছেন না। মুখ্যমন্ত্রী তো হারবেন না   মন্ত্রী  ফিরহাদ  হাকিম বলেন 70হাজার ভোটের  ব্যবধানে দিদি জিতবেন।  জঙ্গিপুর  শামসের গঞ্জ উপ নির্বাচনেও  তৃণমূল জিতবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.