নয়া ঠাহর,কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রতিদ্বন্দ্বীতা করছেন সেই কলকাতার ভবানীপুরে মাত্র 53,32শতাংশ ভোট পড়েছে।প্রমাণ হচ্ছে কলকাতার মানুষ ভোটের প্রতি আগ্রহ কমছে , না ঝুঁকি নিতে চাইছেন না। মুখ্যমন্ত্রী তো হারবেন না মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন 70হাজার ভোটের ব্যবধানে দিদি জিতবেন। জঙ্গিপুর শামসের গঞ্জ উপ নির্বাচনেও তৃণমূল জিতবে।
কোন মন্তব্য নেই