নিলামবাজার সরস্বতী বিদ্যানিকেতনে আচার্য বিকাশ কর্মশালা
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বুধবার নিলামবাজার সরস্বতী বিদ্যানিকেতনে এক দ্বি-দিবসীয় আচার্য বিকাশ কর্মশালার উদ্বোধন করা হয়। এই কর্মশালার উদ্বোধন করেন শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের বিদ্যালয় নিরিক্ষক পিংকু মালাকার ও প্রান্ত অর্ঘ্য ভারতী প্রমুখ সমিরণ চক্রবর্তী। সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয় সমিতির সভাপতি অজয় কুমার দাস। করোণা অতিমারির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় অনলাইন পদ্ধতিতে কুশল পাঠদান সহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের কর্মশালায় প্রশিক্ষিত করা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান আচার্যা পূরবি দে।
কোন মন্তব্য নেই