সুষ্ঠ পরিবেশে দুর্গোৎসব আয়োজনে যৌথমঞ্চ গঠিত বদরপুরে
সুব্রত দাস, বদরপুর: শারদীয় উৎসব শুরু হতে হাতে গোনা মাত্র কয়েকদিন।এই শারদীয় উৎসব বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব। কোভিড পজিটিভের সংখ্যা কমায় দুর্গাপূজা আয়োজনে সরকার অনেকটা ছাড় দিয়েছে। তবে কোভিড প্রোটোকলের অবশ্যই মানতে হবে। আসন্ন দুর্গাপূজা সুস্থ পরিবেশের মধ্যে আয়োজনের লক্ষ্যে নিয়ে বদরপুর শহরের তিনটি সংস্থা নিয়ে বদরপুর প্রেস ক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য পৌরেহিত্য সভায় বদরপুরঘাটের সাংস্কৃতিক মঞ্চ,যুবশক্তি এনজিও ও সুরিয়া এনজিওর কর্মকর্তা অংশ নেন। শুরুতে বক্তব্য রাখেন বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বদরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহমদ তিনি বদরপুর শহর ও গ্রাম অঞ্চলের আবর্জনা, স্ট্রিটলাইট,ট্রাফিক, বিসর্জনঘাট,জল,বিদ্যুৎ ইত্যাদি সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও শ্রীগৌরী হাসপাতালে জেনারেটর মেরামত,এক্সরে মেশিন চালু করা,ড্রেসার নিয়োগ,বদরপুর এসএইচসিতে উন্নত মানের পরিষেবা প্রদান,পূজার সময় বদরপুর-ভাঙ্গা এলাকায় পর্যাপ্ত পরিমাণে মহিলা পুলিশ মোতায়েন করার দাবি জানান। সাংস্কৃতিক মঞ্চ সাধারণ সম্পাদক সিতাংশু রায় শহরের সমস্যা নিয়ে তিনি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন কমিশনার রঘুনাথ ভূঁইয়া,প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি দীপন পাল,এনজিওর মিঠুন শুক্লবৈদ্য,স্বপন কুমার সিংহ,যুবশক্তি এনজিও শুভদীপ লোধ,পলপল বড়ুয়া,সুদীপ চক্রবর্তী,সুমন বিকাশ লৌধ,বাদল চন্দ্র দাস,সাইদুল ইসলাম,যীশু নাথ,পিন্টু শুক্লবৈদ্য,শরিফ উদ্দিন,রমিজ উদ্দিন প্রমুখ। সভায় সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক সিতাংশু রায় কে মুখ্য সংযোজক নিয়োগ করে দুর্গোৎসব উদযাপন সমন্বয় মঞ্চ গঠন করা হয়। এই যৌথ মঞ্চ পুজোর পূর্বে সমস্যাগুলি সমাধানের প্রশাসনিক স্তরে চেষ্টা করবে।
কোন মন্তব্য নেই