জাতীয় শিক্ষা নীতি নিয়ে কর্মশালা ডলুতে
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বৃহস্পতিবার
ডলু সরস্বতী শিশুনিকেতনে জাতীয় শিক্ষানীতি ২০২০ এর উপর এক কর্মশালার আয়োজন করা
হয়। এতে ডলু, বিহাড়া ও
জারইলতলা সরস্বতী বিদ্যানিকেতনের ৪৫ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। কর্মশালার
উদ্বোধন করেন শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি তথা অসম
বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. নিখিল ভূষণ দে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ নিবাস চক্রবর্তী ও
পিংকু মালাকার। কর্মশালায় জাতীয় শিক্ষা নীতি ২০২০ কে বাস্তবায়নের ক্ষেত্রে
বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। প্রফেসর ড. নিখিল ভূষণ দে জাতীয় শিক্ষা নীতি
প্রবর্তনের ফলে ভারতীর শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন সংকুল প্রমুখ বিবেকানন্দ দেবপুরকায়স্থ, সুপ্রিয়া দাস সহ অন্যরা।
কোন মন্তব্য নেই