মাজুলি তে নৌকা দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
নয়া ঠাহর,গুয়াহাটি:মাজুলি নিমাতি ঘাটের কাছে দুই নৌকা দুর্ঘটনায় একজন মারা গেছেন এখনো 20 জনের বেশি নিরুদেশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুস্থিত ক্যাবিনেট কমিটির বৈঠকে এক মিনিট শোক প্রকাশ করা হয়েছে। এডিশনাল চিফ সেক্রেটার মনিন্দ্রর সিং কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাজুলি র জন প্রতিনিধি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল মাজুলি থেকে জোরহাট সেতু নির্দিষ্ট সময়ের আগে সম্পূর্ণ হয় তার ব্যবস্থা করছেন।কেন্দ্রীয়।মন্ত্রী হিসেবে সর্বানন্দ সনওয়াল বিশেষ দৃষ্টি দিয়েছেন।যাদের গাফিলতি তে এই দুর্ঘটনা হয়েছে তাদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে বলেছেন।








কোন মন্তব্য নেই