Header Ads

মুম্বাইয়ে গণেশ চতুর্থী ,করোনার তৃতীয় ওয়েভ,144 ধারা জারি

নয়া ঠাহর, ওয়েভ ডেস্ক;মহারাষ্ট্রে র মুম্বাই,নাগপুরে করোনার তৃতীয় ওয়েভ   পৌঁছিয়ে গেছে। মুখ্যমন্ত্রী সাবধানে গণেশ পুজো উদযাপনের পরামর্শ দিয়েছেন।গণেশ চতুথী উপলক্ষ্যে মুম্বাইয়ে 144 ধারা জারি করা হয়েছে। 5জনের বেশি   জমায়েতের অনুমতি নেই।আজ 10  সেপ্টেম্বর থেকে 19 তারিখ পর্যন্ত এই বিধিনিষেধ  আরোপ করা হয়েছে। গত 24 ঘন্টায় মুম্বাইয়ে 500র বেশি করোনা তে আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্র মুম্বাইয়ে হাজার হাজার গনেশ পুজো হয়।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.