Header Ads

ভারতীয় নাগরিক প্রমাণ না করে উচ্ছেদ অভিযান বেইয়ানি - দেবব্রত সইকি য়া

নয়া ঠাহর, কলকাতা অসমের 
 যাদের উচ্ছেদ করা হচ্ছে।তাদের আগে নাগরিকত্ব প্রমাণ করতে হবে।যদি প্রমাণিত হ্য় তারা বাংলাদেশী তবে তাদের বাংলাদেশে পাঠাতে হবে।নতুবা ডিটেনশন ক্যাম্পে  রাখতে হবে।  যদি বন্যার ফলে ঘর ভেঙেছে , গৃহহীন   হয়েছে তবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। বিজেপি সরকার কথা দিয়ে ছিল   ,কথা রাখেনি।বিরোধী দলপতি দেবব্রত সইকিয়া এই  অভিযোগ করেছেন। বলেন হিন্দুত্ব বাদি সরকার    এভাবে উচ্ছেদ অভিযান   চালাতে পারে না   পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন অসমে বিজেপি  সরকার  উচ্ছেদের নামে মানুষ খুন করছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.