ঘূর্ণিঝড় গুলাব আসছে,,সাবধান করা হচ্ছে
নয়া ঠাহর, কলকাতা এবার ঘূর্ণিঝড় গুলাব দীঘা সহ সাগর কে উত্তাল করবে।সরকার তীর বর্তি মানুষদের সরিয়ে নিচ্ছে। সোম ,মঙ্গল বার এই ঝড় মেদিনীপুর সহ সাগর তীর বর্তী অঞ্চল দাপাবে। আসন্ন পুজো মরশুমে কি হবে মানুষ উদ্বিগ্ন। আবাহাবিদ রা কোনো আশার কথা শোনাতে পারেন নি। ইতিমধ্যে অন্ধ্র প্রদেশ, উড়ি ষ্যা তে ধেয়ে এসেছে।
কোন মন্তব্য নেই