ব্রহ্মপুত্রে তলিয়ে গেল চার কিশোর উদ্ধার তিন তল্লাশি চলছে
দেবযানী পাটিকর গুয়াহাটি,২৭সেপ্টেম্বর।
গুয়াহাটি শহরের পান্ডু এলাকাতে রবিবার দুপুরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল চার কিশোর ।এদের মধ্যে তিন জনের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে জল পুলিশ। বাকী একজন এখনো নিখোঁজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ নিখোঁজ কিশোরের তল্লাশি চালিয়েছে।নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি।
ব্রম্মপুত্রের বুকে রবিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটে এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা পাণ্ডুএলাকায় ।শোকাহত পরিবার সহিত গোটা এলাকাবাসী। উদ্ধার হওয়া মৃত তিন কিশোরের নাম অবিনাশ দাস (১৫) জিৎ দাস(১৫),দয়াল শেখ(১৫,)। অন্য কিশোর দীপ সরকার(১৪) এখনও নিখোঁজ।
পুলিশ সূত্রে জানা যায় যে চার কিশোর পান্ডু এলাকার বাসিন্দা। সম্ভবত সকালে টিউশন সেরে ফেরার পথে নদীতে স্নান করতে নেমেছিল। নদীর কিনারে দুইটি সাইকেল ও স্কুল ব্যাগ পাওয়া গেছে। জলে ডুবে যাবার আগে তারা মোবাইলে ফটো তুলেছে, ভিডিও করেছে ।তাদের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।এই চার কিশোর স্থানীয় স্কুলে এক সাথে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুরে চার বন্ধু একসাথে নদীতে নামে। অনুমান করা হচ্ছে যে একজনকে বাঁচাতে গিয়ে একে -একে চারজন তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জালুকবাড়ি পুলিশ,জল পুলিশ ও এসডিআরএফ এর কর্মীরা ।এঁদের মধ্যে তিনজন কিশোরকে উদ্ধার করতে সক্ষম হলেও একজন এখনো নিখোঁজ । সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি ।
ওদিকে রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে সকাল থেকে আবার পুনরায় শুরু করা হয়েছে তল্লাশি অভিযান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো নিখোঁজ রয়েছে এক কিশোর।
কোন মন্তব্য নেই