কেন্দ্র ভান্ডারণ নিগমের বর্ষ পূর্তি উৎসব
দেবযানী পাটিকর ,গুয়াহাটি,২৭ সেপ্টেম্বর।
বর্ণাঢ্য কার্যসূচিতে পালন করা হলো কেন্দ্রীয় ভান্ডারন নিগমের গুয়াহাটি অফিসের বর্ষপূর্তি অনুষ্ঠান।
সেন্ট্রাল ওয়ারেহাউসিং কর্পোরেশন হলো ভারতের সর্ববৃহৎ পাবলিক ওয়ারহাউজ দ্বারা পরিচালিত সংস্থা।যা কৃষি সেক্টর সহ বিভিন্ন ধরনের গ্রাহকদের ক্ষেত্রে লজিস্টিকস সেবা প্রদান করে।
খুব সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে সিডাব্লিউসি গুয়াহাটির জীএম এমিলি ব্রিসর্বর গুয়াহাটির ব্যবসায়ীক প্রতিষ্ঠান সাথে উত্তর পূর্বাঞ্চলের ব্যবসার বিকাশ ও উন্নতি,প্রতিবেশী দেশের সাথে ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে তিনি তার অভিজ্ঞতাও ব্যক্ত করেন ও ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
এদিনের পি কুমার, এম কে যাদব, বিনয় চিরানিয়া,নীল কোনোয়ার ,ও অনিশা শর্মা সাথে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই