দিহিঙ্গ পাটকাই অভয়ারণ্যে মৃত হাতি উদ্ধার
নয়া ঠাহর,গুয়াহাটি:উজানের দিহিঙ্গ পাটকাই অভয়ারণ্যের বুড়ি দিহিঙ্গ নদী থেকে এক মৃত হাতি উদ্ধার করা হয়েছে।হাতিটিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।এর আগে দিহিঙ্গ পাটকাই বনাঞ্চলে বহু হাতি কে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কোন মন্তব্য নেই