প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত ডি লিট উপাধিতে সম্মানিত
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত ডি লিট উপাধিতে সম্মানিত হলেন।তিনি ডাউনটাউন বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মানীয় ডিগ্রি লাভ করেন। দু-দুবারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন। সারা দেশের কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে মহন্ত পরিচিত। দেশের রাজনীতিতে তার উজ্জ্বল অবদান কেউ অস্বীকার করতে পারবে না। তার যোগ্য সহচরী প্রাক্তন সাংসদ বিশিষ্ট লেখিকা জয়শ্রী গোস্বামী মহন্ত প্রফুল্ল কুমার মহন্তকে রাজনীতির শিখরে উঠতে সদায় পাশে থেকেছেন।ডাউন টাউন বিশ্ববিদ্যালয় যোগ্য বাক্তিকেই সম্মানিত করল। "নয়া ঠাহর" পোর্টালের পক্ষ থেকে প্রফুল্ল কুমার মহন্তকে অভিনন্দন জ্ঞাপন করে তাঁর সুস্বাস্থ্য কামনা করা হল।
কোন মন্তব্য নেই