Header Ads

মুখ্যমন্ত্রী এন এস সি এন (আই এম) গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন

নয়া  ঠাহর, কলকাতা,গুয়াহাটি:অসমের মুখ্যমন্ত্রী   হিমন্ত বিশ্ব শর্মা   দেশের  উগ্রপন্থী সমস্যা সমাধানের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছেন। শত বছরের  প্রাচীন এন এস সি এন  সমস্যার জট খোলা সহজ ব্যাপার নয়। নাগাল্যান্ডের  দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল আর   এন রবি   প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসেবে এন এস সি এন সঙ্গে আলোচনার সূত্রপাত করেছিলেন।তাতে কোনো জটিলতার সৃষ্টি হয় বলে তাকে সরিয়ে দেওয়া হয়।  হিমন্ত বিশ্ব শর্মা  বিগত কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিতেস্বর সইকিয়া র  সময় থেকে  রাজনীতিতে হাত পাকিয়েছেন   উত্তর পূর্বাঞ্চলের   সব  সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল স্পষ্ট ধারণা আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  তাঁকে দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও সায় আছে। মুখ্যমন্ত্রী  সেই   অমীমাংসিত সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনার সূত্রপাত করেছেন।পাশে  নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও কে পেয়েছেন।   নাগাল্যান্ডের  ভারপ্রাপ্ত রাজ্যপাল   জগদীশ মুখীও কে। অসমের রাজ্যপাল মুখী কে নাগাল্যান্ডের  দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী  হিমন্ত   বিশ্ব  শর্মা  ডিমাপুরে   জঙ্গি সমস্যা র জট খোলার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী এই  টুইট বার্তায় বলেছেন  প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী অসম  তথা উত্তর পূর্বাঞ্চলের শান্তি সম্প্রীতি রক্ষা করতে    সব ধরণের  চেষ্টা করে যাচ্ছেন।   এদিকে  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  বলেছেন তার নামে যে খবর বেরিয়েছে তা ঠিক নয়।বলেছেন তিনি অসম কে দ্বিতীয় কাশ্মীর  হওয়ার কথা বলেন নি।শুধু বলেছেন অসমের জন বিন্যাস সংক্রান্ত সমস্যার কথা তার জানা আছে।  সেই সমস্যা সমাধানে তিনি সচেষ্ট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.