Header Ads

শিলচরে প্রকাশিত "করুণাঞ্জলি"

সুব্রত দাস,বদরপুর : ৫ সেপ্টেম্বর ২০২১ য়ে শিক্ষক দিবসে শিলচরে প্রকাশিত হয়েছে "করুণাঞ্জলি" - প্রধান শিক্ষক করুণা কান্ত চৌধুরী স্মারকগ্রন্থ। যাঁদের স্মৃতি চারণায় এই স্মারকগ্রন্থটি সমৃদ্ধ হয়েছে তাঁরা হলেন ডাঃ মনুজেন্দ্র শ্যাম,রণজিৎ কুমার বিশ্বাস,ব্রজেন্দ্র কুমার সিংহ,ডঃ উষারঞ্জন ভট্টাচার্য, গোবিন্দ দত্ত,দীপক ভট্টাচার্য,শচীন্দ্র কুমার দেব,হরনাথ চক্রবর্তী,দিলীপ কুমার গোস্বামী,প্রশান্ত সাধন চৌধুরী,বাদল দে চৌধুরী, আতন বাবু সিংহ,অঞ্জু এন্দো,প্রমোদ চন্দ্র নাথ,ডঃ জীবন কে দত্তগুপ্ত,বাহার উদ্দিন,মাশুক আহমদ মজুমদার,সন্দীপ চৌধুরী,ডঃ বিশ্বজিৎ ভট্টাচার্য,আশুতোষ দাস,ডঃ তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ। ইংরেজিতে লিখেছেন ডঃ দিলীপ ভট্টাচার্য,কমলেন্দু ভট্টাচার্য,হরেকৃষ্ণ গায়ন,প্রবীর চন্দ্র ভট্টাচার্য,কল্যাণময় নাথ,ডঃ আনোয়ার উদ্দিন চৌধুরী। এঁরা প্রয়াত চৌধুরীর প্রাক্তন ছাত্র,সহকর্মী এবং শুভানুধ্যায়ী। প্রচ্ছদ ছবি এঁকেছেন শক্তিকুমার সিংহ ।  বইটির প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনীর কর্ণধার মিতা দাশ পুরকায়স্থ। বইটির পরিবেশক বাতায়ন,শিলচর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.