বিশ্বের 71 শতাংশ এক খড়্গ বিশিষ্ট গন্ডারের চারণ ভূমি অসম,2479 টি খড়গ জ্বালানো হবে
অমল গুপ্ত :বিশ্বের এক খড়গ বিশিষ্ট গন্ডারের চারণভূমি অসম। বিশ্বের প্রায় 71 শতাংশ বিরল প্রজাতির এক খড়গ বিশিস্ট গন্ডার অসমের রাষ্ট্রিয় উদ্যান কাজিরঙা, মানস ও ওরাং অভ্যারণ্য এ আছে।প্রায় আড়াই হাজার।তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ কাজিরাঙ্গাতে। অসমে প্রতি বছর কাজিরঙা ব্রহ্মপুত্র নদের বন্যা তে প্লাবিত হয়। শয়ে শয়ে পশু বন্যা তে ডুবে প্রাণ হারায়।এই উদ্যানের ভেতর দিয়ে 37 নম্বর জাতীয় সড়ক গিয়েছে। বন্যার সময় প্রাণ ভয়ে প্রাণিকুল সড়কে ঠাঁই নেয় আর দ্রুত বেগী গাড়ির ধাক্কাতে প্রাণ হারায়। আগের বন মন্ত্রী প্রুদূত বড়দৌলয় মত বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও আশ্বাস দিয়েছেন কাজিরঙা রাষ্ট্রিয় উদ্যানে এ ভেতর দিয়ে উড়াল পুল তৈরি করা হবে। বাজেট ও প্রস্তুত ও করা হয়েছে।ওপর দিয়ে গাড়ি ঘোড়া নিচে জঙ্গল থাকবে। বন্য জন্তুরা নিরাপদে যাতায়াত করতে পারবে। কাজিরাঙ্গাতে গত দুদশক থেকে বাজেয়াপ্ত করা 2693 টি গন্ডারের খড়্গর মধ্যে 2479 টি গোলাঘাট জেলার উদ্যানের কাছে বকখাতের স্টেডিয়ামে জ্বালিয়ে দেওয়া হবে।94 টি খড়গ সংরক্ষণ করা হবে। 29 টি খড়গ বিভিন্ন মামলা চলার জন্যে সাময়িক ভাবে রেখে দেওয়া হবে। এর মধ্যে কয়েকটি নকল খড়গ আছে বলে বন দফতর সূত্রে জানা গেছে। বন বিভাগের অফিসাররা দাবি করেছেন গন্ডারের খড়গ দিয়ে রোগ নিরাময়ের ঔষধ তৈরি হয় না।চীনের এই দাবি ঠিক নয়।কেবল কুসংস্কার ,বিনা কারণে হত্যা করা হয়।মৃত জন্তুকে নির্মমভাবে হত্যা করে মানুষের রোগ মুক্তি হতে পারে না।আজ বিশ্ব গন্ডার দিবস এই দিবসে 2479 টি খড়গ জ্বালিয়ে দেওয়া হবে।
কোন মন্তব্য নেই