সি পি এম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস কলকাতায় মারা গেলেন
নয়া ঠাহর প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর : করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস৷ বৃহস্পতিবার সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। ৭০ বছর বয়সী গৌতম দাস ২৬ আগষ্ট করোনায় আক্রান্ত হয়ে প্রথমে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়৷ গৌতম বাবু জড়িত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। দীর্ঘদিন সিপিআইএমের দলীয় পত্রিকা ডেইলি দেশের কথার সম্পাদক ছিলেন৷ ২০১৫ সালে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে হন দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক। বাংলাদেশের সঙ্গেও নিবিড় যোগাযোগ ছিলো গৌতম দাসের। যুক্ত ছিলেন সাংস্কৃতিক আন্দোলনেও। সকালবেলায় তাঁর মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে শোকের ছায়া নেমে আসে রাজ্যের বামপন্থী মহলে।
কোন মন্তব্য নেই