অসম সরকার 2479 টি গন্ডারের খড়গ জ্বালিয়ে দেবে,98 টি সংরক্ষণ করবে
নয়া ঠাহর,গুয়াহাটি:মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটির বৈঠকে 2479 টি গন্ডারের খড়গ জ্বালিয়ে নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত হয়।98 টি খড়গ কাজিরঙা উদ্যানে সংরক্ষণ করা হবে।50 টি খড়গ বিভিন্ন মামলা থাকার জন্যে আপাতত রেখে দেওয়া হবে। আজ সিদ্ধান্ত হয়েছে আগামী20 সেপ্টেম্বর থেকে দশম শ্রেণী থেকে বিদ্যালয় খুলে দেওয়া হবে।কোভিড বিধি মেনে 30 জন করে ছাত্র প্রতি শ্রেণীতে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রী রণজ পেগু আজ জানান। এবার থেকে গুয়াহাটি মহানগরে রিকসওয়ালা, ঠেলা ওয়ালা দের লাইসেন্স দেওয়া হবে না। উপযুক্ত নথিপত্র দেখিয়ে অন লাইন এ আবেদন করা যেতে পারে।17 সেপেম্বর চা উপজাতি গোষ্ঠীর করম পূজা উপলক্ষ এ সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে।
কোন মন্তব্য নেই