তৃণমূলের সঙ্গে সিপিএম জোটে যাবে না জানালেন মানিক সরকার
নয়া ঠাহর,আগরতলা: তৃনমূল কংগ্রেস দলের সঙ্গে সিপি এম জোট বাঁধবে না। ত্রিপুরার বিশিষ্ট বামপন্থী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই কথা স্পষ্ট করে দেন। তিনি গতকাল দলের অবস্থান ব্যাখ্যা করে বলেন বাইরে থেকে এসে তৃনমূল ত্রিপুরাতে মার খেয়েছে, তা কখন ও সমর্থন করা যায় না। তার অর্থ এই নয় যে সিপি এম তৃনমূল কে সমর্থন করছে। বলেন ত্রিপুরার এক নিজস্ব সংস্কৃতি আছে। সবাইকে সম্মান করে। বলেন বিজেপি দলের পায়ের মাটি সরে যাচ্ছে তাই তৃনমূল কে অত্যাচার করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন জনগণ কাকে সর্মথন করবে তাদের ব্যাপার ,তবে সিপি এম দল গরিব শ্রমজিবি মানুষের পাশে আছে ভবিষ্যতে পাশে থাকবে।
কোন মন্তব্য নেই