Header Ads

পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষ সরলেন বসলেন সুকান্ত মজুমদার

নয়া ঠাহর ,কলকাতা:পশ্চিম বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি পদে বসলেন  বালুরঘাটের বিজেপি সাংসদ  তথা গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ের  উদ্ভিদ বিদ্যার অধ্যাপক  সুকান্ত মজুমদার। বর্তমান  সভাপতি দিলীপ ঘোষ মূলত তাঁর ভাষা জ্ঞান নিয়ে ,নানা বক্তব্য নিয়ে বিতর্ক তোলাই  সরিয়ে দেওয়া হল বলে রাজনৈতিক মহলের খবর। দিলীপ ঘোষ কিন্তু তৃণমূলের অনুব্রত মন্ডল দের উপযুক্ত জবাব  দিয়েছিলেন। আর এস এস ঘরানার তরুণ অধ্যাপক মজুমদার   বিজেপি দলকে ভালো ভাবে পরিচালনা করবে।  বিশিস্ট সঙ্গীতকার বাবুল সুপ্রিয়  বিজেপি  ছাড়লেও  বিজেপি দলে বড়ক্ষতি হবে না। যে যাই বলুক দিলীপ ঘোষ  বিজেপি দলে   বেশি বিধায়ক এনে দিয়েছেন। প্রায় 80 জন।  ভোটের শতাংশ বেড়েছে। এখন সবাই ছেড়ে দিতে চাইছে। কেন এমন হল। মুকুল রায়ের মত  দক্ষ   , সংগঠন কে মজবুত করা নেতা কে বিজেপি রীতিমতো অপমান করে তাড়িয়ে দেয়। অবাঙালি  নেতাদের মাথায় বসিয়ে দেয়। তারা ছড়ি ঘোরাতে থাকে।    এই সব থেকে বিজেপি কে শিক্ষা নিতে হবে। দিলীপ কে সরিয়ে দিলেও কাজ হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.