পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পালন বদরপুর মণ্ডল কার্য্যলয়ে
সুব্রত দাস, বদরপুর: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের শনিবার ১০৫ তম জন্মদিবস পালন করলেন
বদরপুর মন্ডল বিজেপি। এতে বিজেপির সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথমে
পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন
কর্মকর্তারা। তাছাড়া বদরপুরের প্রায় সবকটি বুথেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্ম
দিবস পালন করা হয়।
কোন মন্তব্য নেই