Header Ads

কান্দিতে বিদ্যাসাগরের ২০২তম জন্ম জয়ন্তি উদযাপন ,নয়া ঠাহর পূজা সংখ্যা উন্মোচন

নয়া ঠাহর প্রতিবেদন, কান্দি  বাঙালিকে বর্ণ পরিচয় করিয়ে মানুষ করে  দেওয়া  বিদ্যার সাগরকে আর অকৃতজ্ঞ মানুষ মনে রাখেনা, সেই বিদ্যাসাগরের ২০২ জন্মদিন  অনাড়ম্বরভাবে কান্দিতে উদযাপিত হল। কান্দি  রামেন্দ্র সুন্দর ত্রিবেদী  সংগ্রহশালাতে দিনটি সঙ্গীত, আবৃত্তি,   ভাষণ  আন্তরিকতার   পসরা সাজিয়ে ফুল মালার   উদযাপিত   অনুষ্ঠানের সঙ্গে অসম বাংলার সঙ্গে সেতু বন্ধনে এগিয়ে আসা এক সংবাদ  পর্টাল  নয়া ঠাহর-এর পুজো সংখ্যার উন্মোচন করা  হয়। কান্দির বিদগ্ধ পণ্ডিত প্রাক্তন অধ্যাপক বিদিত  কুমার দাস  নয়া ঠাহর   পত্রিকাটি আনুষ্ঠানিক উন্মোচন করেন।   পত্রিকাটি সম্পর্কে  সংগ্রহালয়ের প্রধান   প্রণব আচার্য   

বিস্তারিত জানান। সাংবাদিক অমল গুপ্ত  সম্পদ নায়  প্রকাশিত  নয়া ঠাহর প্রিন্ট এবং  ওয়েভ  পোর্টাল হিসাবে বার বছর থেকে  প্রকাশ পাচ্ছে। বিশিষ্ট পণ্ডিত বিদিত দাস  র্ণ  পরিচয়র সাধক  বিদ্যাসাগর সম্পর্কে  আলোক পাত করেন।  গানের   ডালি সাজান গৌতম আচার্য , মৌমিতা চ্যাটার্জী, চৈতালি আর্চায, আবৃত্তি করে শোনান সংঘ মিত্র রয় বক্তব্য রাখেন ,ও  বিদ্যাসাগরের প্রতিমূর্তিতে  মাল্যদান করেন কান্দি বান্ধবের সম্পাদক নব কুমার    মুখার্জি, অপরেশ 

চট্টোপাধ্যায়পঞ্চনন দাস, প্রণব কৃষ্ণ দাস, রবিউল আলম প্রমুখ। রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করা  কান্দির কন্যা  রুমানি সুলতানার বাবা রবিউল আলমকে সম্বোধন জানানো হয়।এই অনুষ্ঠানে সুভাষ   মণ্ডল,পুলিশ অফিসার রাম চন্দ্র ঘোষ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা গুরু নরসিংহ সরকার সারা জীবন ধুতি গেঞ্জি পড়ে  মানুষ গড়ার কারিগর হিসাবে জীবনের অমূল্য সময় দান করে গেছেন।তার  স্মৃতি  রক্ষার আহ্বান জানান রবিউল আলম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.