বরাক ভ্যালি ইয়ুথ ইউনিয়নের বিনামূল্যে পুস্তক বিতরণ
সুব্রত দাস, বদরপুর: আজ বরাক ভ্যালি ইয়ুথ ইউনিয়নের উদ্যোগে 'বিদ্যাদান' এর অধীনে রাজাটিল্লা,কাঠিগড়াতে
বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ করেন। উনারা জানান বিগত তিন বছর
যাবৎ বরাকের মানুষের জন্য এ ধরনের অনুষ্ঠান করে যাচ্ছেন। আগামীদিনও এ ধরনের
অনুষ্ঠান করে যাবেন বলে জানান তারা। আজকের এই পুস্তক বিতরণ অনুষ্ঠানে বরাক ভ্যালি
ইয়ুথ ইউনিয়নের সকল কার্যকর্তা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই