হাইলাকান্দিতে এসইউসিআই-য়ের বিক্ষোভ মিছিল
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : আজ এসইউসিআই (সি) উদ্যোগে স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল,ধর্নার আয়োজন করা হয়। শিলচর ভৈরবী প্যাসেঞ্জার ট্রেন সপ্তাহের প্রতিদিন চালু রাখতে,ট্রেনের বগি সংখ্যা বৃদ্ধি করা এবং শিলচর-ভৈরবী এবং ভৈরবী-শিলচর আরো একজোড়া ট্রেন চালু করা সহ অন্যান্য দাবিতে স্টেশন মাস্টারের মাধ্যমে রেলের জেনারেল ম্যানেজার (অপারেশন)কাছে স্মারকলিপি পেশ করা হয়। উপরোক্ত দাবিতে স্লোগান মুখরিত বিক্ষোভ মিছিল স্টেশন চত্বরে প্রদক্ষিণ করে। তারপর সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকায় রেল স্টেশন মাস্টারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে কার্যসূচিতে অংশ নিয়েছেন প্রবীণ শিক্ষক পরিমল পাল,কবি সাহিত্যিক কল্লোল চৌধুরী,রঞ্জিত ঘোষ,সুশীল পাল,আফজাল হোসেন মজুমদার,প্রভাস চন্দ্র সরকার ময়ূখ ভট্টাচার্য,সঞ্চিতা শুক্লা, কাঞ্চন সরকার প্রমুখ।
কোন মন্তব্য নেই