Header Ads

প্রধানমন্ত্রী তার মন কি বাত রেডিও বার্তাই বার বার পরিবেশ দূষণ নিয়ে বলছেন

অমল গুপ্ত   কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বার বার  পরিবেশ  দূষণ নিয়ে মানুষ কে সজাগ করেন সতর্ক করেন। এই  মুহূর্তে দেশে বা বিশ্বে সব থেকে বড় সমস্যা পরিবেশ   দূষণ । দেশের অধিকাংশ নদী দূষিত,  ভয়াঙ্কর জল সংকট, দেশ আবর্জনা মুক্ত প্লাস্টিক মুক্ত হল না ।  জঙ্গল পাহাড় সব   ধ্বংস চলছে।  সাগরের   জলে ও  দূষণ।  নিজেদের শিক্ষিত মানুষ বলে দাবি করা মানুষের আশ পাশ নালা নর্দমা,ফুট পাথ,গলি সব প্লাস্টিকে ভরা , ডাস্ট বিন গুলি আবর্জনা উপচিয়ে পড়ছে। বাড়ি গুলি গায়ে গায়ে আট দশ ফুট ছেড়ে  নির্মাণ করতে হয়। কিছুই নেই।  সারা দেশের এই একই ছবি  মন খারাপ করা ছবি।সবুজ গাছ  পালা নেই  চড়াই,ফরিং, জোনাক , নানা ধরনের কীট পতঙ্গ সব শেষ।জমিতে  রাসায়ানিক  ব্যাবহার জমিকে বাঁজা করে দিয়েছে। নীতি  আয়োগ এর প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে দেশের 45শতাংশ মানুষ জল সংকটে ভুগবে। প্রধানমন্ত্রী তার জনপ্রিয় মন কি বাত রেডিও বার্তাই বারবার নদী দূষণ পরিবেশ দূষণ নিয়ে সতর্ক করেছেন।কিন্তু মানুষ সতর্ক হচ্ছে   কোথায়। আজ মন কা বাত এ নদী  দূষণ নিয়ে প্রধানমন্ত্রী তার উদ্বেগের কথা দেশবাসীকে শুনিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.