Header Ads

কাবুল বিমানবন্দরে সাত জনের মৃত্যু

ওয়েভ ডেস্ক:



আফগানিস্তান এখন মৃত্যু উপত্যকা  ,মহিলাদের উপর অত্যাচার চলছে। সাংবাদিকরা সফট টার্গেট। বাংলাদেশের  একাংশ মৌলবাদী ভারত  হয়ে আফগানিস্তান লুকিয়ে যাবার চেষ্টা অব্যাহত রেখেছে। অসম , পশ্চিম বঙ্গে ও  তালিবানি সমর্থকদের খবর আসছে।কাবুল বিমান বন্দরে হাজার হাজার আফগানিস্তানের মানুষ  ভিড় জমিয়েছে। আমেরিকান সেনা নিয়ন্ত্রিত এলাকাতে ভিড়।এর মধ্যে সাতজন  মারা গেছেন। আমেরিকান সেনা সূত্র জানিয়েছে।উত্তর আফগানিস্তান অঞ্চলের তিনটি প্রদেশ  তালিবানি বিরোধীরা দখল করেছে । পাকিস্তান  কাবুল সরকারকে পূর্ন সমর্থন করছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.