Header Ads

কলকাতায় "আমরা বাঙালি" র রাখি বন্ধন উৎসব

কলকাতা : প্রতিবছরের মতই এবছরেরও "আমরা বাঙালী" সংগঠন রাখী-বন্ধন উৎসব পালন করল । 'আমরা বাঙালী'র কেন্দ্রীয় কার্যালয়ের সন্নিকটবর্তী বাগবাজার বাটার  মোড়ে, শ্যামবাজার পাঁচমাথার মোড়ের সাধারন জনসাধারণের হাতে রাখী বেঁধে বাঙলা ভাঙার ষড়যন্ত্রের  বিরুদ্ধে বাঙালীদের মধ্যে একতা দৃঢ় থেকে দৃঢ়তর করার বার্তা দেয় সংগঠনটি । উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা , কেন্দ্রীয় সাংগঠনিক সচিব জয়ন্ত দাশ, বাঙালী ছাত্র সমাজের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস,কৃষানু ব্যানার্জি, বাঙালী মহিলা সমাজের সচিব প্রণতি পাল ,সাগরিকা পাল , স্বাগতা ব্যানার্জি , অরূপ মজুমদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।
       কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা বলেন, ১৯০৫ সালে লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখীর বন্ধনে বাঙালীদের ঐক্যবদ্ধ হওয়ার সূচনা করেছিলেন । বর্তমানেও বাঙলা ভাগের কেন্দ্রীয় চক্রান্তের পরিবেশ পরিস্থিতি রচিত হচ্ছে । বিগত মাসে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা বাঙলার উত্তরের জেলাগুলিকে কেটে পৃথক রাজ্য গঠনের দাবী করেছে , সেই দাবীকে প্রথমে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ অসমর্থন করলেও গতকাল দিলীপ ঘোষ সেই দাবীকে প্রকাশ্য সমর্থন করলেন ।  বিজেপি এই দাবীকে সমর্থন করছে না বলে দাবী করলেও দেখা যাচ্ছে যারা বাঙলা ভাগের দাবী করছে তাদের পুরস্কার স্বরূপ কেন্দ্রীয় মন্ত্রীত্ব প্রদান করা হচ্ছে !! অতএব এই থেকেই পরিষ্কার বিজেপি বাঙলা ভাগকে সমর্থন করে । আমরা বাঙলার ভাই-বোনদের কাছে আহ্বান রাখছি ঐক্যবদ্ধ হয়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে বাংলা ও বাঙালীর মৈত্রী, সম্প্রীতির ঐতিহ্যকে সুপ্রতিষ্ঠিত করুন। এছাড়াও বারাসত , বনগাঁ, কৃষ্ণনগর সহ বিভিন্ন অঞ্চলে রাখি উৎসব পালন করা হয় ।

           

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.