পুলিশ কনস্টেবলের জন্য উপযুক্ত মাঠের দাবি : কমলাক্ষ
সুব্রত দাস, বদরপুর : বেহাল মাঠের জন্য পুলিশ বিভাগের নিয়োগ প্রক্রিয়ার করিমগঞ্জের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হলেন বলে শনিবার গর্জে ওঠেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সরজমিনে পরিদর্শন করে ক্রীড়া সংস্কার করা না হলে স্থান পরিবর্তনের দাবি জানান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ। তিনি বলেন,এই ইন্টারভিউ দেওয়ার জন্য করিমগঞ্জ জেলার যুবক-যুবতীরা ভোরবেলা থেকে শরীরচর্চা করে যাচ্ছে। কেউ খেলার মাঠে দৌড়াচ্ছে,কেউ লংজাম্প দিচ্ছে,আবার কাউকে রাস্তায় দৌড় সহ নানা ধরনের ব্যায়াম করতে দেখা যায়। আগামী ১ সেপ্টেম্বর কনস্টেবল এর ইন্টারভিউ হবে। হাতে সময় বেশি নেই। করিমগঞ্জ পুলিশ বিভাগ সরকারি স্কুলের খেলার মাঠের ইন্টারভিউর প্রস্তুতি করছে। কিন্তু কয়েকদিনে লাগাতার বৃষ্টির ফলে মাঠের অবস্থা ভয়ঙ্কর। মাঠে প্রচন্ড কাদা। সাধারণভাবে হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না,সেখানে যুবক-যুবতীরা কিভাবে দৌড় দিয়ে দেখাবে পুলিশকর্তাদের। বিধায়ক কমলাক্ষ বলেন, বেকার যুবক যুবতীরা একটি চাকরি পাওয়ার আশায় বসে আছেন। তারা দীর্ঘদিন থেকে সকাল-বিকেল অভ্যাস করে যাচ্ছে। কিন্তু ইন্টারভিউ এসে যদি ভাল পরীক্ষা দিতে না পারে তার জন্য দায়ী কে থাকবে। মাঠে যে অবস্থা সেখানে হেঁটে যাওয়া সম্ভব নয়,দৌড়ানো তো দূরের কথা। তাই পরীক্ষার্থীদের জন্য করিমগঞ্জ পুলিশ সুপারের কাছে ভালো মাঠের জন্য দাবি রাখেন বিধায়ক কমলাক্ষ।
কোন মন্তব্য নেই