কাবুল বিমান বন্দরের কাছে ভয়ঙ্কর রকেট আক্রমণ
নয়া ঠাহর, ওয়েভ ডেস্ক :
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার ২৪ ঘন্টা না কাটতেই আজ রবিবার হামিদ কারজাই বিমান বন্দরের কাছে ভয়ঙ্কর রকেট আক্রমণ হল। হতাহতের খবর নেই। গত বৃস্পতিবারের জোড়া বিষ্ফোরনে ১৩ জন আমেরিকান সেনা এবং শতাধিক আফগান নিহত হন। যারা বিস্ফোরণ ঘটিয়ে ছিল তাদের দুজনকে ড্রোন হামলা সি চালিয়ে আমেরিকা হত্যা করেছে। আজ আবার আক্রমণ। রাতের খবরে জানা যায় এই ঘটনায় বেশ কয়েক জন নিহত হয়েছেন।অনেক ঘরবাড়ি রকেট হামলার ফলে ধ্বংস হয়েছে।
কোন মন্তব্য নেই