Header Ads

অরুণাচল প্রদেশে বসবাসকারী অসমিয়া দের জন্য পি আর সি ইস্যু করার দাবি আলফার

নয়া ঠাহর,গুয়াহাটি:অরুণাচল  প্রদেশে বসবাসকারী  অসমিয়া মানুষদের   জীবন  জীবিকার নিরাপত্তার তাগিদে আলফা  পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা পি আর সি ইস্যু করার দাবি জানালো। আলফার কমান্ডার ইন চিফ  পরেশ  বড়ুয়া এই দাবি জানান।তিনি মুখ্যমন্ত্রী প্রেমা খান্দু কে এক পত্র দিয়ে এই দাবি জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.