করোনা ভগবানের সুপার কম্পিউটারের সৃষ্টি আবার বিতর্কে মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী
নয়া ঠাহর,গুয়াহাটি;করোনা সংক্রমণ ঘটছে ভগবানের সৃষ্টি সুপার কম্পিউটার থেকে। মানুষের হাতে কিছু নেই। সবই ঈশ্বর এর কৃপা। অসমের শিল্প বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী আমিন গাঁও এ এক অনুষ্ঠানে এই মন্তব্য করে বিতর্কের সূত্রপাত করেছেন।তিনি সদায় বিতর্কিত কথা বলতে ভালোবাসেন।
কোন মন্তব্য নেই