Header Ads

গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে মৃণালিনী দেবী



নয়া ঠাহর,গুয়াহাটি:গুয়াহাটিতে  এক গ্রন্থ উন্মোচনি সভায় উজ্জ্বল  উপস্থিতিতে  সফল হয়েছিল  সভার  উদ্দেশ্য ও তাৎপর্য। উপস্থিত ছিলেন   অসম সাহিত্য  সভার উপ সভাপতি তথা  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মা মৃণালিনী দেবী,  পদ্মশ্রী অজয় দত্ত, প্রাক্তন  সাংসদ জয়শ্রী গোস্বামী মহন্ত , মঞ্জুলা দাস, শশী প্রভা দাস,রেখা রানী দাস বড়ো, প্রমুখ।অনুভবের কলরব সহ দুটি গ্রন্থের উন্মোচন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.