Header Ads

গুয়াহাটি মহানগরে পুরোন টায়ার সারানোর দোকানদার তালিবান পন্থী


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে  আজ আবার  ফেস বুকে পোস্ট দেওয়ার অভিযোগে তিনজন তালিবান সমর্থককে  পুলিশ গ্রেফতার করেছে। রাজ্যে গুয়াহাটি সহ অনেক এলাকায়  পুরোনো  টায়ার   সারাই যের দোকানদাররা অধিকাংশ উর্দ্দবাসী, তাদের একাংশ পাকিস্তানের গোয়েন্দা সন্থার পক্ষে কাজ করে বলে  প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বর বরা বহু বছর আগে অভিযোগ করেছিলেন। তার অভিযোগ সত্যি হয়েছে। গুয়াহাটির বার্নিহাট এলাকা থেকে এক পুরোন  টায়ারের দোকানদারকে অসম পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া তেজপুর মেডিক্যাল কলেজের  এক ছাত্র ও একজন সাংবাদিককে  পোস্ট দেওয়ার জন্যে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।ইউ এ পি এ আইনে তাদের গ্রেফতার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.