কাবুল থেকে পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব ভারতে আনা হল
নয়া ঠাহর, কলকাতা:কাবুল থেকে পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব কে ভারতে আনা হল। কেন্দ্রিয় মন্ত্রী হর দ্বীপ সিং পুরী মাথায় করে আনেন। বায়ু সেনার বিমানে 78 জন ভারতীয় নাগরিকের সঙ্গে 46 জন আফগান নাগরিক ও ভারতে আসেন। ভারতীয় বায়ু সেনার বিমান এপর্যন্ত প্রায় 700 জন ভারতীয় কে এদেশে নিরাপদে নিয়ে আসেন।আফগান পপ তারকা আরিয়ানা সাইদ অভিযোগ করেছেন পাকিস্তান তালিবানিদের প্রশিক্ষন দিচ্ছে। পাকিস্তান কে আর্থিক সাহার্য্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববাসীর কাছে।আফগানিস্তানের কারদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সর্বজিত মুখার্জি ভারতে ফিরে এসে বলেছেন সে আবার ফিরে যেতে চান। দাবি করেছেন তালিবানি রা তার সঙ্গে ভাল ব্যবহার করেছে।








কোন মন্তব্য নেই