ডেল্টা ত্রাস : ২৫ হাজারের তলে নামল দৈনিক সংক্রমণ
নতুন দিল্লিঃ দেশে করোনা
পরিস্থিতিতে খানিকটা স্বাস্তি পেলেও ফের
একবার দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের তলে নামল। গত
কয়েকদিনে করোনার জেরে দৈনিক আক্রান্ত ৪০ হাজার থেকে ৩০ হাজারের ঘরে গিয়েছে।
তারমধ্যে দৈনিক অর্ধেক আক্রান্তের খবরই এসেছে দক্ষিণের রাজ্য কেরল থেকে। এরই মাঝে
এদিন ডেল্টা ভ্যারিয়েন্ট ঘিরে উদ্বেগের মাঝে ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫,৪৬৭ জন
হয়েছে।
একদিকে
ডেল্টার রমরমা। অন্যদিকে, থার্ড ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা। এই দুই উদ্বেগের
সমাগমে রীতিমতো তোলপাড় দেশ। এদিকে, কেরলের করোনা ওয়েভ রীতিমতো ভয়াবহ
পরিস্থিতি তৈরি করতে শুরু করে দিয়েছে। তবে গত কয়েকদিনে সেখানে যা দৈনিক আক্রান্তের
সংখ্যা দাঁড়িয়েছে, তার থেকে অনেকটাই কম হয়েছে গত একদিনের দৈনিক
আক্রান্তের সংখ্যা। কেরলের শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৩৮৩ জন।
শেষ একদিনে সেখানে মৃত্যু হয়েছে ৯০ জনের। এদিকে, গত ২৪
ঘণ্টার নিরিখে ভারতে সামগ্রিক মৃতের সংখ্যায় পতন দেখা গিয়েছে। দৈনিক যেখানে ৫০০
জনের কাছাকাছি মৃতের সংখ্যা দাঁড়িয়েছে, সেখানে
করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ৩৫৪ জন। যে ঘটনা রীতিমতো তাত্পর্যপূর্ণ।









কোন মন্তব্য নেই