Header Ads

বালিসত্র অর্ধ-সপ্তাহিক বাজারে একাধিক লোকের ও বাজার সমিতির মহালদারের বিরুদ্ধে কেস নথিভুক্ত,

সুনীল রায়, নগাঁও : করোনাজনিত জটিল পরিস্থিতির জন্য রাজার সাথে  নগাঁও জেলাতে সকলো হাট-বাজার বন্ধ হয়ে থাকার সময়ে মধ্য আসামের একমাত্র অন্যতম বানিজ্যিক স্থল জুরীয়ার কাছে বালিসত্র অর্ধ-সপ্তাহিক বাজারের মহলদারে অবৈধ্যভাবে কর সংগ্ৰহ করা ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য মতে বাজার টির মহলদার অনুপ শইকিয়ার  নেতৃত্বে একাংশ বাজার সমিতির লোকে গত ২০ আগষ্টে বাজারর একাংশ ব্যবসায়ীর থেকে বলপূর্বক কর সংগ্ৰহ করার ঘটনা জানতে পেয়ে স্থানীয় ডুমডুমীয়া পুলিশ ফাড়ির একটি পুলিশ দল বাজারউপস্থিত হয়ে কর সংগ্ৰহ করা দৃশ্য প্রত্যক্ষ করে। পুলিশের লোকদের দেখে কর সংগ্ৰহ করা বাজার সমিতির লোক সকলে পলায়ণের চেষ্টা করার বিপরীতে আন্য একাংশয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়া চরমিন্দর সিঙের নেতৃত্বে যাওয়া পুলিশের দলটিকে খেদিয়ে আসে। এমনকি, একাংশ লোকে পুলিশের লোকদের আক্রমণের চেষ্টা চালায়। ঘটনা সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধান ইতিমধ্যে মহলদার অনুপ শইকিয়া ফকরুল ইসলাম, জীবন কৃষ্ণ ভৌমিক, আবুল কালাম সহ ১২জনের বিরুদ্ধে বটদ্রবা পুলিশ থানাতে একটি এজাহার দাখিল করেছে। পুলিশে ১৭৬/২১ নম্বরের কেস নথিভুক্ত করে ইতিমধ্যে জীবন ভৌমিককে গ্ৰেপ্তার করেছে যদিও পুলিশের আক্রমণের সাথে জড়িত বাকী কয়েকজনকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়নি।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.