দিগাবর চা বাগান ও পাঁচগ্রামে মাতৃভাষা জাগরণ কমিটির সভা
সুব্রত দাস,বদরপুর : আজ দিগাবর চা বাগান এবং পাঁচগ্রামে মাতৃভাষা স্বভিমান জাগরণ সমিতির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পুরো দেশে চলমান জনগণনার বিষয়ে আলোচনা করা হয়। এবং সবাইকে জনগণনা সঠিকভাবে তাদের মাতৃভাষা লেখার জন্য অনুরোধ করা হয়। কারণ স্বাধীনতার পর থেকে বরাক উপত্যকায় জনগণনা হিন্দিভাষীদের সংখ্যা লুকানোর জন্য ইচ্ছাকৃতভাবে মাতৃভাষা পরিবর্তন করা হচ্ছে। অর্জুন গোয়ালা দিগাবর চা বাগানে সভায় সভাপতিত্ব করেন। প্রস্তাবিত বক্তব্যটি উপস্থাপন করেন কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন হিন্দি-ভাষী যুব মঞ্চের সভাপতি রাজেন কুয়ার,হিন্দি-ভাসি সমন্বয় মঞ্চের সহ-সভাপতি গণেশ লাল ছাত্রী,প্রবীণ কর্মী জয়প্রকাশ গুপ্ত এবং কবি ও সাহিত্যিক অজয় কুমার সিং। কমিটির কালাইন ব্লকের প্রমুখ হরিচরণ মাহাতো এই সভার আয়োজন করেছিলেন। উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন কানাই গোয়ালা,রাম সিংহাসন কৈরি,শ্যামলাল রবিদাস,কার্তিক রজবাড়,দীননাথ পাসি,সুরজ লাল পাসি,রাধেশ্যাম কানু,রিংকু দত্ত,ছোটেলাল কেবট,পবন গোয়ালা এবং অটল বিহারী গোয়ালা ইত্যাদি। পাঁচগ্রাম সভার আয়োজন করেছিলেন খিরুরাম সাহু,সুনীল রাই সভায় সভাপতিত্ব করেন। সকল বক্তারা জনগণনা হিন্দিকে তাদের মাতৃভাষা হিসেবে লেখার সংকল্প ব্যক্ত করেন। সভায় উপস্থিত স্থানীয় সদস্যদের মধ্যে ছিলেন অজয় কুমার সিং,কপিল সাহু,মনোহর তিওয়ারি,নবদীপ গোয়ালা, বিটু দুসাধ,সমরজিত গোয়ালা,সীবু দুসাধ,প্রদীপ গোয়ালা,লালা দুসাধ, সমরজিৎ রায়,রাজেন দুসাধ, অমিত গোয়ালা,রাজেশ গোয়ালা এবং রামনয়নী কাহার প্রমূখও।
কোন মন্তব্য নেই