Header Ads

পেপার মিলে মৃত্যু মিছিল অব্যাহত


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : আবার মৃত্যু নগাঁও পেপার মিলে অক্ষয় কুমার মজুমদার ৬৩ মাস বিনা বেতনে বিনা চিকিৎসায়  চলে গেলেন। পাঁচগ্রাম ও নগাঁও পেপার মিলে  এপর্যন্ত ৯৩ জনের মৃত্যু হল। চারজন  আত্ম হত্যা করেছেন। এক  সভ্য কল্যাণকামী দেশে  মৃত্যু নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করে না, মৃত্যু নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। দিল্লি হাইকোর্ট বন্ধ পেপার মিল নিয়ে  সরকারকে উপ যুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ জারি করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিল খোলা সম্ভব নয় বলেই দায়িত্ব ঝেড়ে ফেলেছেন। কর্মচারীরা মরলো না বাঁচলো মাথা ব্যাথা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.