Header Ads

অসমে বাঙালি ব্যবসায়ীদের ব্যবসা করতে দেবে না লাচিত সেনা, বি ডি এফ এফের প্রতিবাদ


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে বাঙালি বিরোধী সংগঠন লাচিত সেনা  হুমকি দিয়েছে শিবসাগর জেলার  বাঙালি ব্যবসায়ীদের ব্যবসা করতে দেবে না।সবকে ব্যবসা বন্ধ করে চলে যেতে হবে। লাচিত সেনার প্রধান  শৃঙ্খল চালিহা এই হুমকি দেন।  অসমের বিজেপি সরকার  বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার হলে  বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। সদিয়াতে ৬ বাঙালিকে ঘর থেকে তুলে এনে আলফা প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করে, আজ পর্য্যন্ত দোষীদের বিরুদ্ধে  পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনসুকিয়া জেলার ডিগবয়ে বাঙালি  ব্যাবসায়ীদের বিরুদ্ধে সন্দেহ জনক আলফা  সদস্যরা হুমকি দিয়েছে।পুলিশ চুপ ছিল।এবারও চুপ। বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট শিবসাগর জেলার ঘটনার প্রতিবাদ করে। শিলচর  থানায়  লাচিত সেনার প্রধান  শৃঙ্খল চালিহার বিরুদ্ধে এফ আই আর  করে।তাকে  অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.