স্বচ্ছ ভারত নিয়ে প্রধানমন্ত্রীর মনের কথা
নয়া ঠাহর,গুয়াহাটি:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তার জনপ্ৰিয় "মন কি বাত "রেডিও বার্তায় স্বচ্ছ ভারত নিয়ে সরব হলেন।গত সাত বছর থেকে এই অভিযানে দেশের মানুষ ভালো সাড়া দিয়েছেন।বিশেষ করে করোনার অতিমারী সময়ে মানুষ এই অভিযানের সারমর্ম বুঝতে পেরেছেন। প্রধানমন্ত্রী বলেন শুধু দেশেই নয় বিদেশেও মন কি বাত বেশ জনপ্ৰিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে ভারত হকি তে পদক পাওয়ায় ভারত খুশি। দেশের যুব সমাজ কিছু একটা করতে চাইছে দেশের মান বাড়াতে চাইছে।
কোন মন্তব্য নেই