Header Ads

আচার্য্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মতিথিতে কান্দিবাসীর শ্রদ্ধাঞ্জলি


নয়া ঠাহর প্রতিবেদন, কান্দি : ৫ই ভাদ্র,২২শে আগস্ট ২০২১ কান্দির আচার্য রামেন্দ্রসুন্দর স্মৃতি সংগ্রহশালায় অনুষ্ঠিত হল আচার্য রামেন্দ্রসুন্দরের ১৫৮তম ও মহারাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের ১৭৭তম জন্মজয়ন্তী। সংগ্রহশালার সভাপতি মহকুমাশাসক নবীন কুমার চন্দ্রা,আই.এ.এস. তাঁর ভাসনে বলেন, সংক্ষিপ্ত এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা তুলে ধরা ভূয়সী প্রশংসাযোগ্য্। অনুষ্ঠান শেষে সংগ্রহশালা ভালো করে দেখে আনন্দিত হন। সংগ্রহশালাধক্ষ্য প্রণব আচার্য তাঁর বক্তব্যে আচার্য রামেননদ্রসুন্দর ও মহারাজা যোগীন্দ্রনারায়ণের সমাজে শিক্ষা ও সাংস্কৃতিক অবদানের কথা তুলে ধরেন। যা এ প্রজন্মের পাথেয়। মহকুমাশাসকের হাতে সংগৃহী ত প্রাচীন পূজা পদ্ধতির পুঁথি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সর্বোদয় ক্লাবের 'সব পেয়েছি আসরের' কিশোর-কিশোরীদের অনুষ্ঠান মন কাড়ে। বিভিন্ন ভূমিকায় ছিলেন  ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ সরকার, বরিষ্ঠ সা্ংবাদিক অমল গুপ্ত,সহ সংগ্রহশালাধক্ষ্য অপরেশ চট্টোপাধ্যায় , তপন সরকার। শিল্পী গৌতম আচার্য ও চৈতালি আচার্য সংগীতের সুরে প্রাঙ্গণ মুখরিত করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.