Header Ads

নগাঁওয়ে দুই ব্যবসায়ী আটক দুজন পলাতক

সুনীল রায়, নগাঁও : চুরি হওয়া সরির্ষেরতেল এনে নিজের গুদামে মজুত করে রাখার অভিযোগে পুলিশে‌ একজন ব্যবসায়ীকে আটক করেছে। ধৃত ব্যবসাযী জনের নাম আনারুল ইসলাম।নগাঁও জেলার রূপহীহাটের ব্যবসায়ী জনের নাম আনারুল ইসলাম।ব্যবসায়ীজনকে শোণিতপুর পুলিশে আটক করেছে।জানতে পারা মতে তেজপুরের এক ব্যবসাযিক প্রতিষ্ঠান হতে চুরি হ ওয়া ৮০০কাটুন সরির্ষের তেল অবৈধ ভাবে ক্রয় করে গুদামে মজুত রেখেছিল ধৃত ব্যবসাযী জনে ।ঘটনা সম্পর্কে শোণিতপুর পুলিশে অভিযান চালিয়ে আইনুল হক নামের একজন গাড়ী চালককে আটক করে ।মরিগাঁত্তের তেলাহীর হতে আটক করা গাড়ী চালক আইনুল হকের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশে অভিযান চালিয়ে ব্যবসায়ী জনকে আটক করে।ব্যবসায়ীজনে চুরি হ ওয়া ১২লাখটাকা মূল্যের সরির্ষের তেল ক্রয় করেছিল।ধৃত ব্যবসায়ী আনারুল ইসলামের সাথে এই কার্যে নুরুল ইসলাম এবং কোরবান আলী নামের আন্য দুই জন ব্যবসায়ীযে সহযোগিতা করে ছিল। পুলিশে নুরুল ইসলামের গুদামে তালাসী চালিয়ে বৃহৎ পরিমাণের সরির্ষার তেলের কার্টুন জব্দ করে আনারুল ইসলামকে আটক করে যদিও বাকী দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.