14 জন তালিবান সমর্থককে গ্রেফতারের পর অসমের জাল আধার কার্ড নিয়ে কেরালাতে আফগান যুবক গ্রেফতার
নয়া ঠাহর ,গুয়াহাটি: অসমের 14 জন যুবক তালিবানদের সমর্থন করে গ্রেফতার হয়েছে।এবার অসম থেকে জাল আধার কার্ড তৈরি করে কোরালার কোচিন শিপ ইয়ার্ড কর্মরত আফগান যুবক আব্বাস খান ওরফে ইডগুল কে কেরালা পুলিশ গ্রেফতার করেছে বলে সংবাদ সূত্রে জানা গেছে।সে বলেছে মা অসমিয়া বাবা আফগান। অসমে বহুদিন ধরে পাসপোর্ট ,আধার কার্ড ,রেশন কার্ড প্রভৃতি র জাল চক্র কাজ করছে।
কোন মন্তব্য নেই