Header Ads

গরুর দুধে সোনা আছে আবার বিতর্ক বিজেপি সভাপতি দিলীপ ঘোষের

নয়া ঠাহর,কলকাতা;  গরুর দুধে  সোনা আছে।এই কথা বলে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আবার বিতর্কে জড়ালেন।বলেন প্যাকেট দুধে নয়। খাঁটি দুধে সোনা আছে। তৃনমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন দুধে নয় দিলীপ ঘোষের ব্রেনে সোনা আছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.