অপেরেশন দেবী শক্তি এয়ার লিফট শুরু , ইউক্রেনের বিমান অপহরণ?
দিল্লি:আফগানিস্তান থেকে বিমানে করে ভারতীয়দের উদ্ধারের নাম দেওয়া হল অপারেশন দেবী শক্তি। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি মা দুর্গার উপাসক, আফগানিস্তানের তালিবান নামধারি অসুর দের হাত থেকে ভারতীয়দের রক্ষা করা র নাম রাখা হল অপেরেশন দেবী শক্তি। আজ কাবুল বিমান বন্দরে ইউ ক্রেনের এক বিমান হাইজ্যাক করা হয়েছে বলে ইউক্রেন অভিযোগ করেছে।








কোন মন্তব্য নেই