অসমে গন্ডারের খড়গ গণনা শুরু
নয়া ঠাহর,গুয়াহাটি অসমের 16 টি ট্রেজারিতে প্রায় হাজার খানিক গন্ডারের খড়গ আছে।এক একটির দাম কয়েক লাখ টাকা। বিগত কংগ্রেস ও তার আগে এ জি পি রাজত্বে চোরা শিকারিদের হাতে নিহত গন্ডারের খড়গ উদ্ধার করে রেখে দেওয়া হয়। অধিকাংশ মোম বা বাঁশ দিয়ে তৈরি নকল খড়গ তৈরি করে আসল খড়গ চুরি করে নেয় বলে অভিযোগ পাওয়া গিয়েছিল। এপর্যন্ত 280 টি খড়গ গণনা করা হয়েছে। কিছু সংরক্ষণ করা হবে কিছু জ্বালিয়ে দেওয়া হবে।








কোন মন্তব্য নেই