Header Ads

করোনার তৃতীয় ওয়েভ পুজোর মাসে

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : আগামী পুজোর মাসে করোনার তৃতীয় থাবা  দেশকে উদ্বিগ্ন করে তুলবে। প্রতিদিন তিন সাড়ে তিনলাখ আক্রান্ত হবে।বছর থেকে ১৮ বছর  কিশোর  কিশোরীদের  করোনা অতিমারী গ্রাস করবে। কানপুর আই আই টি এই  ভয়ানক পূর্বাভাস দিয়েছে।  টিকাকরনের উপর জোর দিতে হবে। দেশে প্রাপ্ত বয়স্কদের সংখ্যা প্রায় ৯৫ কোটি। কিশোর কিশোরীদের সংখ্যা ১৩ থেকে ১৪ কোটি। এপর্যন্ত দেশে  প্রায় ৬০ কোটি  মানুষ টিকা নিয়েছে।  হার্ড ইমিউনিটি গড়তে ৭০/৭৫ শতাংশ মানুষের টিকা নেওয়ার প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে আগামী  মাস থেকে প্রতিদিন এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  কেন্দ্র কোভিড প্রটোকল মেনে চলার জন্য দেশবাসীকে  নির্দেশ দিয়েছে। বলেছে করোনা এখনো   নির্মূল হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.